৭ কোটি ইন্টারনেট ইউজারের দেশে প্রতিবছর ১০ লক্ষ্যের অধিক নতুন ইন্টারনেট ইউজার যুক্ত হচ্ছে।এর মানে আপনার সার্ভিস অথবা ব্যবসার তথ্য ছড়িয়ে দেয়ার এইতো সুযোগ। ট্রাডিশনাল অফ লাইন ডোর তো ডোর মার্কেটিং এ এই বিশাল সুযোগ কাজে লাগাতে পারবে না, এর জন্য চাই স্মার্ট সল্যুশন। যেমন একটা ওয়েবসাইট / অনলাইন স্টোর, যা ২৪x৭ আপনার সেলস ম্যান এর কাজ করবে।